Description
“চেচি রাজ্যের জাদুকৌশলের লড়াই (পশ্চিমে যাত্রা)” হলো Wu Cheng’en রচিত অমর মহাকাব্য Journey to the West (পশ্চিমে যাত্রা)–এর অন্যতম গভীর ও নাটকীয় পর্ব। এই অধ্যায়ে তাং সন্ন্যাসী ও তার সঙ্গীরা পৌঁছে চেচি রাজ্যে, যেখানে রাজাকে মুগ্ধ করে রাখা হয়েছে তিন শক্তিশালী দানবের জাদুকৌশলে। তাদের বিভ্রম, মায়া ও অতিপ্রাকৃত ক্ষমতা পুরো রাজ্যকে ভ্রমময় এক কারাগারে পরিণত করে।
এই বিপজ্জনক পরিস্থিতিতে হনুমানই একমাত্র যোদ্ধা যিনি এই মায়াজাল ভেদ করতে সক্ষম। তিনি দেবতাদের সহায়তা নিয়ে একের পর এক জাদুকৌশল ভেঙে ফেলেন—মন্ত্র, বিভ্রম, রূপান্তর, শক্তির লড়াই—সবকিছুর মধ্য দিয়ে তিনি সত্যকে উদ্ঘাটন করে দানবদের প্রকৃত রূপ প্রকাশ করেন। শেষে তীব্র জাদুবিদ্যার সংঘর্ষে হনুমান তিন দানবকে পরাজিত করে রাজ্যকে মুক্ত করেন এবং তাং সন্ন্যাসীকে নিরাপদ পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন।
এই অংশটি পশ্চিমে যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা জাদুবিদ্যা, দেবীয় সহায়তা, নৈতিকতা, শক্তি ও বুদ্ধিমত্তার অনন্য সমন্বয়ে রচিত—Wu Cheng’en-এর কল্পনাশক্তির এক চমৎকার উদাহরণ।






